রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী,জনাব বশীর আহমেদ বাছিরএর নতুন প্রতিষ্ঠান Gulf Toledo Restaurent। এই প্রথম রিয়াদ হারাতে বাংলাদেশী মালিকানাধীন আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট হল,রিয়াদ দূতাবাসের উর্ধতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন জেলার প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যাবসায়ী, সমাজকর্মী,সাংবাদিক,কর্মজীবী সহ সকল পর্যায়ের লোকজনের উপস্থিতিতে জমকালো আয়োজনের গালফ টলেডো রেস্টুরেন্টের উদ্বোধন।
প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরব রিয়াদের হারায় বাংলাদেশি মালিকানাধীন গালফ টলেডো রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে গালফ টলেডো রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচী ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফারুক, মিনিস্টার কনসুলারবিঃজেঃ এস এম রাকিব উল্লাহ।
উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রেজা ই রাব্বি, প্রেসসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।রিয়াদ গালফ টলেডো রেস্টুরে ন্টের মালিক বশীর আহমেদ বাসির বলেন- প্রবাসী দের মানসম্মত খাবারের চাহিদা পূরণ করতেই প্রবাসের মাটিতে দেশীয় রেস্টুরেন্ট চালু করেছি।
সৌদি সরকারের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে যেকোনো দেশের প্রবাসীরা ব্যবসায়ী নিবন্ধন নিয়ে নিজস্ব ব্যবসা বাণিজ্য করার সুযোগ পাবেন। ইতিম ধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিবন্ধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন,তাদের মধ্যে বশির মিয়াও একজন। তিনি মনে করেন নিজে প্রতি ষ্ঠিত হতে পারলেই দেশের কল্যাণে কাজ করা সম্ভব হবে। প্রবাসে সৃষ্টি হবে বাংলাদেশিদের কর্মসংস্থান। বাড়বে রেমিট্যান্স প্রবাহ।
সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় এতে অংশ নেন রিয়াদের স্থানীয় রাজনৈতিক, সামাজিক,সাংবাদিক,সাংস্কৃতিক,ব্যবসায়ী সহ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।