লিটন চৌধুরী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারীতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে সাজাপ্রাপ্ত ২ জন ও গ্রেফ তারী পরোয়ানাভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। সোমবার (০৫ ডিসে ম্বর) রাতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং সকালে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত সাজা প্রাপ্তরা হলেন,উপজেলার শৌল মারী ইউনিয়নের বাতারগ্রামের আব্দুল গফুরের ছেলে এরশাদুল হক (৩০),যাদুরচর ইউনিয়নের মৃত রাজন আলীর ছেলে সাহেব আলী (২৯)ও পরোয়না ভুক্ত আসামি যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাংগা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মোক্তার আলী (৪২) ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকা র জানান, বিভিন্ন অপরাধে আদালত কর্তৃক সাজা প্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত হওয়ার কারণে দীর্ঘদিন পলাতক ছিলো তারা । সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে আটক কৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল-হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো অপরাধ দমনে রৌমারী থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে #
লিটন চৌধুরী
রৌমারী কুড়িগ্রাম
01741140232