নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রাম এলাকায় বেপরো য়া মাটিবাহী ট্রাক কেড়ে নিলো শিশু রাফি’র প্রাণ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)বাড়ির সামনের রাস্তা য় ট্রাক্টরচাপায় মো. রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে, শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে যাদৈয়া গ্রাম এলাকায় বেপরোয়া মাটিবাহী ট্রাক কেড়ে নিলো শিশু রাফি’র প্রাণ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. রাফি একই কৃষক দুলালের ছেলে, ছোট্ট রাফিকে হারিয়ে এখন শোকাহত তার পরিবার।
এ সময় এলাকাবাসী বলেন এই মাঠের গাড়ী দিয়ে ফসলের জমি নষ্ট করে ক্ষমতার দাপট দেখি য়ে মাটি বিক্রি করে নিয়ে যাচ্ছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে চলছে কারণ প্রত্যেক মাটির গাড়ি থেকে প্রশাসনের টাকা হাতিয়ে নিচ্ছে। এ সময় এলাকাবাসী আরো বলেন যে প্রত্যেক মাটির মালিক থেকে প্রশাসনের টেবিল থেকে শুরু করে সকল কর্মকর্তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করে।
এইদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন ফসলের জমিতে উন্নয়ন মূলক ফসল উৎপাদন করার জন্য সকলকে এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।সোনার বাংলা দেশ থেকে ডিজিটাল বাংলাদেশে বর্তমানে স্মার্ট বাংলাদেশে তৈরি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে কিন্তু কিছু কুচক্রী মহল প্রশাসনে টাকার বিনিময় এই সব অবৈধ গাড়ি চলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাফি সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তা যায়,সরু ওই রাস্তা দিয়ে একসাথে তিনটি ট্রাক্টর ট্রলি যাচ্ছিল,এ সময় একটি ট্রাক্টর রাফিকে ধাক্কা দেয়,এতে রাফির মাথা থেতলে গিয়ে মৃত্যু হয়।এ ঘটনায় স্থানীয় লোকজন দুটি ট্রাক্টর ট্রলিকে জব্দ করলেও চালকরা পালিয়ে যান, তিনটি ট্রাক্টর ট্রলি একই মালিকের,ঘাতক ট্রাক্টরটি বাবু নামে এক কিশোর চালাচ্ছিল বলে জানান স্থানীয়রা।
তাদের অভিযোগ,বেপরোয়া গতির এসব অবৈধ ট্রাক্টর ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন,দুর্ঘটনার বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।