February 13, 2025, 8:37 am
শিরোনামঃ
তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত শাহজাদপুরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাফল্যের ২৬ বছরে পা দিল সানবীম স্কুল

Reporter Name

এইচ এম মাসুদ। স্টাফ রিপোর্টার

এক ঝাঁক প্রশিক্ষিত-দক্ষ শিক্ষক,সুবিশাল নিজস্ব ভবন এবং মনোরম শ্রেণি কক্ষসহ শিক্ষাঙ্গনের সক ল সুবিধার সমন্বয়ে যাত্রা শুরু করেছিল ‘সানবীম স্কুল,বরগুনা।অত্যাধুনিক ও বিশ্বমানের শিক্ষা নিশ্চি তের প্রতিশ্রুতি প্রতিষ্ঠানটির।

বরগুনা জেলার কলেজ রোডস্থ নিজস্ব ভবনে প্রতিষ্ঠানটি তে একদিকে যেমন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রযুক্তিনির্ভর সব সুবিধা নিশ্চিত করছে, অপরদিকে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী পাঠদানে নিয়েছে বৈচিত্র্যময় পদক্ষেপ।

“আমরা আশা করছি অভিভাবকদের সব চাহিদা একই ছাদের নিচে দিতে পারবো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ মান নিয়ে এই প্রতিষ্ঠা নটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস”-প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস (অবস রপ্রাপ্ত অধ্যক্ষ),প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সানবীম স্কুল, বরগুনা।

গাদা গাদা বইয়ের চাপ নয়। চাই খেলার ছলে বাস্ত বমুখী ও পরিকল্পিত শিক্ষাব্যবস্থা। কিন্ডারগার্টেনের জনক বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ফ্রেডরিক উইলহেম অগাস্ট ফ্রোয়েবলের খেলার ছলের সেই পাঠদানের আদলে বাংলাদেশে কিন্ডারগার্টেন যাত্রা শুরু করলেও পর্যাপ্ত শ্রেণিকক্ষ,শিক্ষা উপকরণ ও দক্ষ শিক্ষকের অভাবে তা বেহাল দশায় পরিণত হয়। তবে এসব সুবিধা নিশ্চিত করে কোমলমতি শিক্ষার্থীদের খেলার ছলে পাঠদানের বিষয়টি নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সানবীম স্কুল, কর্তৃপক্ষ।

দেশের বেশিরভাগ কিন্ডার গার্টেন যেখানে উপযুক্ত পরিবেশ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়াই প্রশিক্ষ ণবিহীন শিক্ষকদের দিয়ে পরিচালিত হচ্ছে, সেখানে প্রশিক্ষিত শিক্ষকদের দিয়ে শিক্ষার উপযুক্ত পরি বেশ নিশ্চিত করছে ‘সানবীম স্কুল, বরগুনা’।



Our Like Page
Developed by: BD IT HOST