ডেস্ক রিপোর্টঃ
বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ মন্তব্য করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম বলেছেন, ‘সরকারের প্রতি জনগণের আস্থা, রাজনৈতিক স্থীতিশীলতা, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও সরকারের ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।’
তিনি বলেন, ‘জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই সপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।’
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাঙালি সাংস্কৃতিক বন্ধন এর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেনবিএনপির সমালোচনা করে শেখ শাহ আলম বলেন, ‘তাদের
পাশে জনগণ নেই। তাই তারা দেশে এবং বিদেশে বসে বিশ্বের বড় বড় মাফিয়া চক্রের সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র করছে। এদেশে কোন ষড়যন্ত্র চলবে না। তারা যতই ষড়যন্ত্র করুক, তাতে সফল হবে না। কারণ দেশের ১৬ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন।’