প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
ধোবাউড়ায় দুই শিক্ষকের সনদ জালিয়াতির অভিযোগ

স্টাফ রিপোর্টার : দুই শিক্ষক ভুয়া সনদ ব্যবহার করায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে।
জানা যায় ময়মনসিংহের ধোবাউড়ায় বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের সনদ যাচাই করে ভুয়া পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিসিয়াল চিঠিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) অজিত কুমার সরকারের কাব্য সার্টিফিকেট এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) বিজয় কুমার বিশ্বাসের গ্রন্থাগার ডিপ্লোমা সার্টিফিকেট যাচাইয়ে সঠিক পাওয়া যায়নি।
চিঠিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার