নিজস্ব প্রতিবেদক”
অথচ তারা — গণভবনে লুটপাটের একজন ডেভিল হান্ট করতে পারে নাই।। এছাড়া ——১ । ধানমন্ডি ৩২ নং বাড়ি ভাঙার একজন ডেভিল হান্ট করতে পারে নাই।২।৩২৮০ জন পুলিশ হত্যার একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
৩। যারা পুলিশ পুড়িয়ে কাবাব করেছিল, ফ্লাইওভারে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছিল ,সেই ডেভিল হান্ট করতে পারে নাই।
৪।ছয় মাসে হাজার হাজার মানুষ হত্যা। একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
৫।ছয় মাসে ১ হাজারের বেশি নারী ও শিশু ধর্ষণ। একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
৬। একদিনে ৬৮ হাজার গ্ৰামেই চুরি ডাকাতি অগ্নিসংযোগ। এবং এখনো চলমান।একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি সুধা সদন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি সহ সারাদেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট। একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
৮। আনসার সদস্য হত্যাকারী একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
৯।১২০০ জন শিক্ষককে লাঞ্ছিত করার একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
১০ ।ছয় মাসে ৫৪ হাজার কোটি টাকা লোপাট। একজন ডেভিল হান্ট করতে পারে নাই
১১ । সারাদেশে সিন্ডিকেট। একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
১২ । সারাদেশে লাশের মিছিল”একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
১৩। মুক্তিযুদ্ধের অবমাননা।দেশ ধ্বংসের পাঁয়তারা। একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
১৪ । মেট্রোরেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর। একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
১৫। সারাদেশে মানুষের গরু ছাগল, হাঁসমুরগি, ক্ষেতের ফসল ও কবর থেকে কঙ্কাল চুরি। একজন ডেভিল হান্ট করতে পারে নাই।
অতএব এই অভিযান মুলত,চোর ডাকাত ছিনতাইকারী,চাঁদাবাজ ,খুনি,সন্ত্রাসী,জঙ্গি ও মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে রক্ষার অভিযান।।সুদী ইউনুসের অবৈধ সরকার একদিকে জেলখানা থেকে সব শয়তান ছেড়ে দিচ্ছে অন্যদিকে ডেভিল হান্ট এর নামে নাটক সাজিয়েছে।
আওয়ামী লীগের চলমান রাজনৈতিক কর্মসূচি ঠেকাতেই ভয়ংকর ডেভিল হান্টের নামে গণহত্যার নীল নকশা করেছে অবৈধ সরকার”
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।