প্রথম বাংলা – ডিএমপির শাহবাগ থানায় অনাকাঙ্খিত ঘট নায় আহত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপিএম।মঙ্গলবার সকালে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যা লয়ে চিকিৎসাধীন আহত আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি কর্তব্যরত ডাক্তারদেরসাথে কথা বলেন।
খোঁজখবর শেষে উপস্থিত সাংবাদিকদের ডিএমপি কমিশ নার বলেন,আহত আনোয়ার হোসেনের চিকিৎসার জন্য পুলিশ সার্বক্ষণিক খোঁজ রাখছে। হাসপাতালের ডাক্তারদে র অনুরোধ করা হয়েছে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য ঘটনার সাথে জড়িত এডিসি হারুনকে সরকার ইতো মধ্যে সাময়িক বরখাস্ত করেছে আর পুলিশ পরিদর্শক (অপারেশন) মোস্তফাকে লাইনে সংযুক্ত করা হয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে সার্বিক ঘটনা অবলম্বনে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান,ডিএমপির অতিরিক্ত পুলিশ ক মিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার,অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ: মহিদ উদ্দিন,বিপিএম-বার,অতিরিক্ত পুলিশ কমিশ নার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার বিপিএম-বার,পিপিএম সহ ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।