ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে চলছে টানাটানি হুমকির মুখে কিছু নেতা
Reporter Name
Update Time :
সোমবার, মে ২২, ২০২৩
/
194 Time View
/
Share
নিজস্ব প্রতিবেদন
পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চন্দ্রগঞ্জ থানা আওয়ামী সেচ্ছা সেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক জনাব এম, এ সামাদ গত কাল ২১/০৫/২০২৩ ইং মান্দারি বাজার থেকে লক্ষীপুরে আশার পথে আনুমানিক সন্ধ্যা ৭ঃ ০০ টার দিকে পুলিশ লাইন্স এর পাশে একটি মটর বাইক দিয়ে নেতাকে আহত করার চেষ্টা করে।
এই ঘটনার, আগে বিকালে আনুমানিক ৫ঃ০০ থেকে ৫ঃ৩০ মিনিটের মধ্যে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে বলে আমাকে কমিটির মুল পদে যদি না রাখেন তাহলে আমি আপনাকে মান্দারি বাজারে ছাড়বোনা। তারা আরও বলে অনেক মাডার মামলা খেয়েছি প্রয়োজনে আরো একটি মামলা খাবো।বর্তমানে উনি সদর হাসপাতাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য,লক্ষ্মীপুর জেলা আও য়ামী সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি,বেলায়েত হোসেন বেলাল এর পরামর্শক্রমে লক্ষীপুর উন্নত হাস্পাতা ল ট্রমাতে যাওয়ার নির্দেশ দেন।
চন্দ্রগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এম এ সামাদের সাথে সাক্ষাতে তিনি জানান,আমি এখনো কোনো মামলা করিনাই,আমি সুস্থ হয়ে মামলা করবো আমার নিরাপত্তার সার্থে,হত্যার হুমকি কারির নাম জিজ্ঞেস করলে তিনি জানান এখন নাম প্রকাশ করবোনা তাহলে সে সতর্ক হয়ে যাবে মামলা করার সময় নাম প্রকাশ করবো,এখন ঐ নাম্বার টা ট্যাকিং চলে