মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ–
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়া গাঁও ইউনিয়নের ছোনকান্দা গ্রামের মনির মেম্বার এর ছেলে মোঃ বিশাল টাকা পাওনা ছিল ইয়াবা রাশেদ ও আরিফের কাছে।আর এই পাওনা টাকা ফেরৎ চাইতে গেলেই শুরু হয় বাক বির্তক,শুরু হয় গন্ডগোল। পরে ইয়াবা রাশেদ এর নেতৃত্বে আরিফ, রিফাত,আওলাদ,মতিন,ইসমাঈলসহ স্থানীয় কিছু
বিএনপি নেতার ছেলে নিয়ে মনির মেম্বার এর বাড়ি তে হামলা করে এবং পিটিয়ে ৫ জনকে আহত করে।করে লুটপাট,ভাংচুর, নিয়ে যায় স্বর্নগয়না,নগদ অর্থ। করতে চেস্টা করে শ্লীলতাহানি।ভাগ্যচক্রে সে দিনই নোয়াগাঁও থেকে এক ব্যাক্তি মনির মেম্বার এর সাথে দেখা করতে আসে এবং রাশেদের নেতৃত্বে তাকেও মারধোর করে এবং বলতে বাধ্য করে “আমি মনির মেম্বার এর কাছ থেকে ইয়াবা নিতে এসেছি”
পরে সেই ব্যাক্তি প্রাণে বেঁচে এসে জানান এই কথা সব মিথ্যা,আমি জীবন বাঁচাতে এগুলো বলেছি।এই ঘটনা জানাজানি হওয়ার পর ইয়াবা রাশেদ আবার হুমকি দেয়, তোদের এবার আরো বড় ক্ষতি করবো।উল্লেখ্য যে ইয়াবা রাশেদ কিছু দিন আগেও অপহ রণ মামলায় জেলে যায়।মনির মেম্বার এই বিষয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
একের পর এক অন্যায় করছে ইয়াবা রাশেদ এবং তার গ্রুপ। এলাকাবাসীর প্রশ্ন রাশেদ এর খুটির জো র কোথায়। কার জোরে এত অন্যায় করতে পারে।সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম জানা ন,আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে সঠিক বিচার করা হবে।