মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম ঃ
নগরীর উত্তর পতেংগায় স্টিলমিল হাউজিং কলোনি মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহা-এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষ্যে আশিমুশশান মিলা দ মাহফিল গতকাল ২৮ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হয়েছে।বিশাল মাহফিলে প্রধান মেহমানের আসন অলংকৃত করেছেন এবং তাসাউফভিত্তিক আলো চনা রাখেন ৩১তম আওলাদে রাসূল (সাঃ),শাহ্জা দা-এ গাউছুল আজম শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাঈনী মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ)।
সাজ্জাদানশীন,দরবারে গাউছুল আজম মাইজভা ণ্ডারী।মইনীয়া যুব ফোরাম,৪০নং ওয়ার্ড,পতেঙ্গা শাখা আয়োজিত মাহফিলে আশেকান আউলিয়া ভক্তদের অনেকেই উপস্থিত ছিলেন।এতে আমন্ত্রিত অতিথিসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম গণ বয়ান পেশ করেন। রাতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়েছে।