নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর পৌরসভার ১০ ওয়ার্ডের আমজাদ পাটোয়ারী বাড়ির সম্মুখে পৌরসভার উনয়ন প্রকল্প বাস্ত বায়নের লক্ষ্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদের সঞ্চালনায় মঙ্গলবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক তপন সরকার, লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনসহ প্রমুখ।
সভায় মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত রিলিজিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের (RUTDP) আওতা য় আগামী ১৫ বছর ধরে বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যব স্থার উন্নয়ন হবে এসব উন্নয়ন প্রকল্প টেকসই ও যুগোপ যোগী।
আধুনিক শহরের আদলে এসব প্রকল্প বাস্তবায়িত হবে এসময় প্রকল্প বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।উন্নয়ন অব্যাহত রাখতে তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
এসময় এলাকা শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ,সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।