মোঃশাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে ৪২ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি দেবেন্দ্র’কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।জেলা পুলিশ তথ্য সুত্রে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা(ডিবি) কর্তৃক গত ২২-০৫-২০২৩ ইং রোজ সোমবার রাত্রী আনুমানিক ২২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাচারীপাড়া গ্রামস্থ থেকে সাং-কাচারীপাড়া (উলিপুর- পৌরসভা) কুখ্যাত মাদক কারবারি শ্রী দেবেন্দ্র নাথ বর্মন (৪৯) কে ৪২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।