November 7, 2024, 6:18 am
শিরোনামঃ
ময়মনসিংহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান সন্ত্রাসী আপেল গ্রেফতার :দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার কোনো অপরাধীর ছাড় নেই, সে যত প্রভাবশালীই হোক – স্বরাষ্ট্র উপদেষ্টা শমী কায়সার গ্রেফতার বিশেষ চেকপোস্টে ৩১০০০ পিস টাপেন্টাডল ও ১০০৪ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতাদের অভিনন্দন ২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার বংশাল থানা পুলিশের; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট আপত্তিকর বক্তব্য, এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ককে শোকজ চাটখিল সেনাবাহিনী ক্যাম্পাসে অস্ত্র উদ্ধারের ভুল তথ্য দিয়ে সুরাইয়া বেগমের পরিবারকে হয়রানি ঘটনাস্থলে কিছুই পাইনি মধ্যরাতে ফরেস্ট অফিসে সাংবাদিক পরিচয়ে ৮/১০ জনের হানা থানায় জিডি মঠবাড়িয়ায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বস্বান্ত হলেন হানিফ মিয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে ইউপি চেয়ারম্যান কতৃক নারী সাংবাদিক লাঞ্ছিত :অভিযোগ দেওয়ার পরও কোন ভূমিকা নিলো না পুলিশ

Reporter Name

রিপোর্ট: আবু সাঈদ শিমুল : দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা: জেলা ব্যুরো প্রধান।

২৩-০৩-২৭ই থেকে ২৭-০৩-২৩ইং পেরুলেও নারী সাংবা দিক লাঞ্ছিত হওয়ায় ঘটনার কোন সুরাহা করতে পারেনি পুলিশ।এ নিয়ে সাংবাদিকদের মধ্যে হতাশা এবং চাপা ক্ষোপের সৃষ্টি হয়েছে।লাঞ্ছিত সাংবাদিক জানায়,আজ থানা গিয়েছিলাম আমার ঘটে যাওয়ার অভিযোগের ভিত্তিতে আমার পত্রিকায় নিউজ হয়েছে।সেই পত্রিকা ওসি’র হাতে দিয়ে জানতে চাইলে তিনি জানান,আপনার অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।২২শে মার্চ সংবাদ সংগ্রহে উলিপুর উপজেলা ইউএনও কাছে যান,আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ ধাপেমাননীয় প্রধান মন্ত্রীর উপহারের ঘরের দলিল পত্র বিতরণে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তথ্য ও ছবি সংগ্রহ করে।

পরে ধরণীবাড়ি ইউপি গৃহহীন -ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণের সংবাদ সংগ্রহ করতে মাঠ পর্যায় যান তিনি।
এর পর ওই ইউনিয়ন চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হন।ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের সর্বশেষ সাক্ষাৎ কার নিতে গেলে।আকর্ষিকভাবে চেয়ারম্যানের ইশারায় তারই পোষা গুন্ডা বাহিনী দিয়ে এন্ড্রয়েড মোবাইল কেড়ে নেয়া হয়

এবং মাননীয় প্রধান মন্ত্রীর উপহারের আয়োজিত অনুষ্ঠানে র ছবি সহ আরও গুরত্বপূর্ণ ছবি মুছে দেয়া হয়।লাঞ্ছিত সাং বাদিক হলেন,দৈনিক চারিদিকে প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার: সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি)অভিযুক্তরা হলেন ,মাহবুব,ইমরান,আলম,অভিযুক্তরা সকলেই ধরণীবাড়ি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ প্রশাসনের যদি এভাবে গাফিলতি থাকে তাহলে তাহলে বুঝে নিতে হবে পুলিশ আইজিপি জনতার মাঝে বলেছিল পুলিশ সাংবাদিক ভাই ভাই তাহলে যদি হয়।সত্য উদঘাটন করে সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে অপরা ধীদেরকে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।তাহলে বুঝি বুঝে নিতে হবে,সাংবাদিক পুলিশ ভাই ভাই সত্যের পথে চলবো,সত্যিকারে পুলিশেরা যদি টাকার বাণিজ্য না চায় তাহলেই সত্য উদঘাটন করে অপরাধীদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া অনেক সহজ।আর পুলিশ টাকার কাছে বিক্রি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে সেই একজন ঘুষ খোর সে কখনো মানুষের উপকার করতে পারবে না ক্ষতি ছাড়া।জনতার মাঝে যেভাবে সৎ সাহসী দেখাইয়া নিজেদে রকে গড়ে তুলতে চান ঠিক সেভাবে জনতার মাঝে সেবা দিয়ে।সত্যিকারি ভালোবাসা অর্জন করার জন্য পুলিশের কে নিবেদন জানাবো।মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের জন্য অস্ত্র ধরি।ঠিক যে ভাবে স্বাধীনত বাংলাদেশ অর্জন করেছে ঠিক এভাবেই সাংবাদিক কখনো অন্যায়ের কাছে মাথা নত করবেনা।অপরাধী যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন বাংলার মাটিতে বিচার হবে ইনশাআল্লা।



Our Like Page