কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
৭ টি চুরি মামলা আসামীসহ আন্তঃজেলা চোর চক্রে র ২ জন মূলহোতাকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট মূলে কুখ্যাত আন্তঃ জেলার চোর দলের মূলহোতা ০৭ টি চুরি মামলার আসামী কুখ্যাত চোর উলিপুর তবকপুর বামনপাড়ার মোঃ শরিফুল ইসলাম এবং আন্তঃ জেলার চোর দলের অন্যতম সদস্য ০৩ টি চুরি মামলার আসামী কুখ্যাত চোর উলিপুর মধ্যবা জারের মোঃ ফারুক মিয়া দ্বয়কে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বলেন,কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতার করতে আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে,আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।