মোঃশাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুরে মোটর সাইকেল এক্সিডেন্টে করে উলিপুর এম এস স্কুল এন্ড কলেজে এর একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র মোঃ শাহরিয়ার রহমান বাদল এর মৃত্যু হয়েছে।
সরেজমিন তথ্য সুত্রে জানাযায় -নিহত শাহরিয়ার রহমান বাদলের(১৮) বাড়ি- উলিপুর পৌরসভা’র নারিকেল বাড়ি কুড়ার পাড় এলাকায়। বাবার নাম-ফরিদুল ইসলাম বাবু। উলিপুর থেকে বাড়ি ফেরার পথে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনাস্থল-উলিপুর সিনেমা হলের সামনে ইন্তেকাল করেন।
শাহরিয়ার রহমান বাদল এর অকাল অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া পড়েছে।