কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায়,উলিপুর অডিটো রিয়াম হলরুমে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর। সভাপতিত্ব করেন,কুড়িগ্রাম আনসার ও
ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ( চঃ দাঃ) মোঃ ইবনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকছেদ আলী রহমান, ব্যবস্থাপক উলিপুর উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। ডাঃ মোঃ রেজওানুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা উলিপুুর উপজেলা। উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান।
কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসা বরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার সঞ্চালনায় সমা বেশে স্বাগত বক্তব্য রাখেন উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন। প্রতিবেদন পাঠ করেন ধামশ্রেণী ইউনিয়ন ভি ডি পি দলনেতা মোঃ শাহজালাল মিয়া, উলিপুর পৌরসভা টি ডি পি দলনেত্রী মোছাঃ সেলিনা বেগম।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উলিপুর উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মোঃ নুর ইসলা ম। পবিত্র গীতা থেকে পাঠ করেন দুর্গাপুর ইউনিয়ন আনসার কমান্ডার জীবন চন্দ্র রায়।
প্যারেড পরিচালনা করেন উলিপুর আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ শরীফুল ইসলাম। উক্ত সমাবেশে উপজেলার ২০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১জনকে বাইসাইকেল, ২০জনকে ছাতা ও ১৮০ জনকে পানি পান করার মগ পুরষ্কার হিসেবে বিতরণ করা হয়।