কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফ্রান্স প্রবাসী বাং লাদেশীদের উদ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতি বার(২ ফেব্রুয়ারি) সকালে উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের ক্ষুদ্র প্রয়াস OFIORA এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়,বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন লেখক ও ইতিহাস বিষ য়ে গবেষক আবু হেনা মুস্তফা।উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মাওঃশফিকুর রহমান শফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম,উলিপুর সরকারি কলেজ এর উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল,উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জা মান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন, মাদ্রাসার সভাপতি মোঃমজিবুল আহসান রাজু ও সাংবাদিক বৃন্দ।