স্টাফ রিপোর্টার – ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহ যোগিতার অভিযোগে জামালপুর জেলার ইসলামপুর থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাজেদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে জামালপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জামালপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে।তবে পরি পত্রে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। মুহাম্মদ মাজেদুর রহমান ২০২১ সালের ১১ এপ্রিল ইসলামপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন।
পরিপত্রে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে ইসলামপুর থানার ওসি মুহাম্মাদ মাজেদুর রহমানকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।এ ছাড়া একই সঙ্গে ইসলাম পুর থানার ওসি (তদন্ত) মো. আনছার উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইসলামপুর থানা-পুলিশের একা ধিক সদস্য জানান,গতকাল বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ তদন্তে ইসলাম পুর থানায় আসেন। তিনি দুপুর ১২টা পর্যন্ত থানায় অবস্থান করেন।এরই মধ্যে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানের বিরু দ্ধে তদন্তকাজে অসহযোগিতার অভিযোগে তুলে তিনি বিভিন্ন জায়গায় ফোন করেন। খোন্দকার নজমুল হাসান ইসলামপুর থানা ছাড়ার কিছুক্ষণ পরই ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ থানায় পৌঁছায়।
ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনছার উদ্দিন গণমাধ্যম কে বলেন, ‘ওসি স্যার আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।ইতিমধ্যে আমি ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।নবাগত এস পি মো. কামরুজ্জামান জামালপুরে যোগদানের এক মাসে র মধ্যে দুজন ওসিকে বিতর্কিত কাজের দায়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।
ওসি মোহাম্মদ মাজেদুর রহমান পুর্বে ময়মনসিংহ কোতো য়ালি মডেল থানার ওসি ( তদন্ত) দায়িত্ব পালনকালে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার এর অভিযোগ রয়েছে।
ঐ সময় একটি হত্যা মামলার আসামী পক্ষের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে বাদী পক্ষ কে অসহযোগিতার অভিযোগ উঠেছিল।তার বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক সহ গ্রেফতার করে ছেড়ে দেওয়ায় অভিযোগ উঠেছিল ।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ মাজেদুর রহমান এর বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি। নাম্বার ভিজি দেখায়।