মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর`র আয়োজনে যথাযো গ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা মহা সচিব শিশু বন্ধু মোহম্মদ আলীর পরামর্শে ১৭ মার্চ শুক্রবা র সকালে মাদ্রাসার পিছনের মাঠে খোলা আকাশের নিচে গ্রামের শিশুদের আনন্দ ও মেধা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
এদিকে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জন্মদিন উপলক্ষে প্রবাসী আলহাজ সৈয়দ আব্দুস সালাম রাজার অর্থায়নে গ্রামের শিশুদের খেলনা প্রদান এবং ব্যবসায়ী ছাইদুর রহমান’র অর্থায়নে তাদের আপ্যায়ন করা হয়।
এছাড়াও ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর`র সভাপতি শাহ মো: বাবুল মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও পরিচাল ক সাংবাদিক মাওলানা শফিউল আলম’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-সময় অবিভাবকদের কে শিশুদের লেখা পড়া ও মানসিক বিকাশে যত্নবান হতে আহবান জানানো হয়।