October 13, 2024, 1:31 pm
শিরোনামঃ
মোহাম্মদপুরে সেনা-র‌্যাবের পোশাকে বাসায় ডাকাতি, গ্রেপ্তার ৮ মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ এলপি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন উপদেষ্টা রমনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার মাদক ব্যবসায়ীদের হাতে খুন হন স্বপন ভদ্র প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৪৯তম জন্মদিন আজ যেই চোরকে ছেড়ে দিয়েছিলেন, সেই এসে বুকে মারল ছুরি রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা; গ্রেফতার ৫
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার বর্ণাঢ্য উদ্বোধন

Reporter Name

এম.এ আজিজ রাসেল ব্যাপক উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে পর্দা উঠলো কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার আন্তজার্তিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংল গ্ন পর্যটন গলফ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। উদ্বোধনকালে তিনি বলেন,

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা এই জেলাকে প্রতিনিধিত্ব করে। এখানকার মানুষের এতিহ্য, সংস্কৃতি ও সুনামসহ নানান কর্মকান্ড মেলায় তুলে ধরা হয়। এখানে দেশী—বিদেশী পণ্যের পাশাপাশি কক্সবাজারের হস্ত ও কুঠির শিল্প মেলায় প্রদর্শনী করার অনন্য সুযোগ। এতে করে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ,কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের,আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ড্্রাষ্ট্রির প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী,কক্সবাজার সদর মডেল থানা র ওসি মোঃ রফিকুল ইসলাম ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কাউন্সিলর,সালাউদ্দিন সেতু, মোশার ফ হোসেন দুলাল,কো— চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ,প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন, জহিরুল কা দের ভুট্টো,নজরুল ইসলাম,রাশেদুল ইসলাম ডালি ম,বেলাল হোসেন,খোরশেদ আলম, গিয়াস উদ্দিন চৌধুরী ও আরিফুল ইসলাম।

এদিকে মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে সবকিছু। এবারও যৌথভাবে মেলার আয়ো জন করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন,বাং লাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট ও কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী।

সরেজমিনে গিয়ে দেখা যায়,এবার মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের ১০৫টি বিভিন্ন স্টল। আছে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানীর ২২টি প্যাভিলি য়ন। তারমধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন,সাধারণ প্যাভি লিয়ন,মিনি প্যাভিলিয়ন,প্রিমিয়ার স্টল,সাধারণ স্টল,শিশুদের বিনোদনমূলক রাইডস,খাবারের দো কানসহ জমজমাট আয়োজন দর্শনার্থীদের নজর কাড়ছে।

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমি টির কো—চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ জানান, এবার অনেক ক্ষেত্রে মেলায় বেশ ভিন্নতা এসেছে। টুইস্ট,লেম্ববাম্বু, ডিজিটাল নাগরদোলা,ইলেকিট্রক নৌকা,ওয়াটার বোট,ওয়াটার বল,ডিজিটাল ট্রেন, জাম্পিং স্লিপার,কার রেসিংসহ শিশুদের জন্য মেলা য় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে উন্নতমানের ব্যতিক্রমী হরেক রকমের রাইডস।

মেলায় এসেছে আরএফএল,ভিশন,ওয়াকার,ইটা লিয়ানো,কম্পী,হোম টেক্সটাইল,ইরানী গোল্ডসহ উন্নতমানের সব ব্র্যান্ড। পছন্দের কাপড় যেমন কিন তে পারবেন,তেমনি পায়ের জন্য আরামদায়ক ওয়া কার ব্র্যান্ডের সব ধরণের জুতোও রয়েছে। মেরিন সিটি মেগামার্টের বিশাল স্টলে মিলবে প্রয়োজনীয় সবকিছু। মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারী সামগ্রি নিয়ে স্টল খুলেছে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাশন জোন।

নারীদের উন্নতমানের সাশ্রয়ীমূল্যে সবকিছু থাকছে এই স্টলে। মেলায় এবার খাবারেও এসেছে ভিন্নতা। দই ফুসকা এবারের বিশেষ আকর্ষণ। মেলার মাঠে গেলে সিলেটের বিখ্যাত রূহানী আচার সবাইকে কাছে টানবেই। কারণ স্বাদে আর রুচিতে বেশ ব্যতি ক্রম এই আচার। চলবে জাদু প্রদর্শনী। এছাড়াও মেলা প্রাঙ্গনে তৈরী করা হয়েছে অস্থায়ী নামাজ আ দায় কেন্দ্র ও শৌচাগার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page