কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলার ৩নং কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগে পরিচিতি সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ মার্চ) বিকালে উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ শান্তি সমাবেশে কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনয় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হাকিবুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাব হোসেন,উপজে লা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম,মোহাম্মদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী,জাহাঙ্গীর আলম,সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,পৌর,ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যু্বলীগ, স্বেচ্ছাসেবকলীগ ,ছাত্রলীগ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে বক্তারা বলেন,বিএন পি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।
দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব।