কাউনিয়া উপজেলা প্রতিনিধি)-
আমার জীবন এআমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের কাউনি য়ায় আজ বুধবার জাতীয় বীমা দিবস পাতিত হয়ে ছে। এদিন সকালে একটি বনার্ঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে,উপজেলা চক্তরে এসে শেষ হয়। এর পরে উপজেলা কনফারে ন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) মনোনী তা দাশ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপ জেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমিন,
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিমিটেড এর জোনাল ম্যানেজার নাছরীন নাহার, ডিস্টিক কো- অডিনেটর মোছাঃ মনোয়ারা আক্তার, ডিস্টিক কো -অর্ডিনেটর হাফিজা খাতুন পান্না, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।