নূর হোসাইন :
কারিতাস আলোকিত শিশু প্রকল্পের গাবতলী ডিআই সি (ড্রপ-ইন- সেন্টার) কর্তৃক আয়োজিত বড় বাজার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভা কক্ষে ত্রি-মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়। নিউজ প্রেজেন্টার সাংবাদিক রাবেয়া সুলতানার সভাপতিত্বে ও কারিতাস কর্মকর্তা দেবব্রত মজুমদারের সঞ্চালনা করেন।
উক্ত সভা মূল বিষয়ে বক্তব্য রাখেন কর্মসূচি কর্মকর্তা কামরুন নাহার। উক্ত সমন্বয় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক নূর হোসাইন – সম্পাদক – এনডিসি নিউজ ও শেরে বাংলা নিউজ, চেয়ারম্যান- জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন (অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র ),
ঢাকা উত্তর মহানগর ৯ নং ওয়ার্ডের ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিমাউফা- মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্রের ঢাকা মহানগর উত্তর সভাপতি মিজানুর রহমান বাপ্পি, দৈনিক বাংলাদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও জিমাউফা- অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র এর ঢাকা মহানগর উত্তর সংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান,
মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া আক্তার,ঢাকা মহান গর উত্তর ৯ নং ওয়ার্ড সচিব টি.এল.রবি দাশ,এডভো কেট মাসুদ খান, আহছানিয়া মিশনের প্রতিনিধি শিরিন সুলতানা,ইউসেপ প্রতিনিধি সাম্-ই- আফরোজ ও সমা জ সেবা অধিদপ্তরের হাফ প্রকল্পের প্রতিনিধি মাকসুদা আক্তার প্রমূখ।উপস্থিত সকলে পথশিশুদের উন্নয়নে যার যার অবস্থা থেকে সার্বিক সহয়োগীতার আশা প্রদা ন করেন।আগামী দিনে সকলের সহযোগীতায়পথশিশু দের বিভিন্ন ধরণের সেবার মাধ্যমে বিকল্প পেশায় যুক্ত করে পরিবারে ও সমাজে সু-নাগরিক হিসেবে গড়ে তোলা যায়।