খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় ১ মার্চ প্রাথমিকের স্থগিত হওয়া ও সংশোধিত দুটো ফলে ৪৪ জন শিক্ষার্থীদের রেজাল্ট পাল্টে গেছে বাদ পড়েছে ১৭ জন।৪৪ জনের মধ্যে অনেকেই প্রথম প্রকাশিত রেজাল্টে ট্যানেল্টপুলে ও সাধারণত বৃত্তি পেয়েছিলো।সন্তানরা অনেক ভালো রেজাল্ট করায় অভিভাবকরা মিষ্টিও বিতরণ করেছিলো আত্মীয় স্বজনদের ভিতরে অনেকেই। কিন্তু রেজাল্ট প্রকাশিত বাতিল হওয়ার পর ভেঙ্গে পড়েন কোমল মতি শিশুরা। নতুন প্রকাশিত রেজাল্টে চেঞ্জ হয়ে ট্যালেন্টপুলে যারা বৃত্তি পেয়েছিলো তারা অনেকেই সাধারণ বৃত্তি পেয়েছে।ঠিক একি রুপে যারা সাধারণ বৃত্তি পেয়েছিলো তারা অনেকেই ট্যানেল্টপুলে বৃত্তি পেয়েছে।
এই দুটো প্রকাশিত রেজাল্ট গরমিলে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।এদিকে যে ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়া থেকে বাত পড়েছে তাদের অভিভাবকরাও এক বিব্রতর মধ্যে পড়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকারের কাছে জানতে চেয়ে একাধিকবার ফোন করা হলে ওপাশ থেকে কোনো সারা সব্দ পাওয়া যায়নি।