জেলা প্রতিনিধি – মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরি জম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের উদ্দোগে,১৮ই ডিসেম্বর ২০২২ রবিবার কুড়িগ্রাম জেলার শেখ রাসেল পৌর অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের উদ্যোগে শুরু হওয়া উগ্রবাদ,সন্ত্রাসবাদ বিরোধী ৫ দিনব্যাপী সেমিনার এর আজ ১৯ ডিসে ম্বর সোমবার ২য় দিনে জেলার সকল থানার দফা
দার ও চৌকিদারের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ২য় দিনের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ মিনহাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জনাব খান মোঃ শাহরিয়ার।
দিনব্যাপী সেমিনারে ২য় দিনে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল আরাফাত লেনিন উগ্রবাদ, সন্ত্রাসবাদ বিরোধী ও উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মিনহাজুল ইসলাম দফাদার ও চৌকিদারের উগ্রবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধে করনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন উগ্রবাদ ও সন্ত্রাবাদ প্রতিরোধে সকল গ্রাম পুলিশকে সজাগ থাকতে হবে কেউ যাতে দেশে উগ্রবাদ সৃষ্টি করে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে না পারে, সে ব্যাপারে আগের যে কোন সময়ের চেয়ে বেশী বেগবান হয়ে কাজ করতে হবে এবং কেউ উগ্রবাদ সৃষ্টি করার চেষ্টা করলে তাহাকে শনাক্ত করে জেলা পুলিশ কে তথ্য দিয়ে সাহায্য করার আহবান জানান।
৫ দিনব্যাপী এই সেমিনারের ২য় দিনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার, চৌকিদারেরা উপস্থিত ছিলেন।