মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,
কুড়িগ্রামের রাজারহাট থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ১০.৫৫ ঘটিকার সময় রাজারহাট থানাধীন না জিমখাঁন ইউনিয়নের সোমনারায়ন (পলাশপুর) গ্রামস্থ বাক রিয়া ব্রীজের দক্ষিণ পার্শ্বের এলাকা থেকে জুয়া খেলা অব স্থায় রাজারহাট সোমনারায়ন পলাশপুর গ্রামের মোঃ আব্দু ল হান্নান (৫২), মোঃ আবু মারজান (৪২),মোঃ আলাল হো সেন (৫৫), মোঃ জাহেরুল ইসলাম (৫৫), মোঃ নুর নবী (৪৭),মোঃ মেহবুব-ই-খুদা @ বকুল (৪৫) ও মোঃ সিরাজু ল ইসলাম (৪৫) দেরকে জুয়া খেলার জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।