মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরের বাকরেরহাট বাজার সংলগ্ন পূর্ব নাওডাঙ্গা গ্রামের ২নং ওয়ার্ডের শ্রীশংকর রবি দাশ এর বাড়ির সংলগ্ন মোড়ে গরু বোঝাই নছিমন ও ইট বোঝাই বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও নছিমনের সাথে থাকা আরও তিনজন গুরুতর আহত অবস্থায় উলিপুর হাস পাতা লে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ রাজারহাট টু উলিপুর সড়কে র গরু বোঝাই নছিমনের সাথে ট্রলির মুখোমুখি সংর্ঘষে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী দুপুরে। নিহত হয়েছেন এরশাদুল হক( ৫৫)নামের এক ব্যক্তি নিহত ব্যক্তি থেতরাই ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আই য়ুব আলীর ভাই। ব্যবসার উদ্দেশ্যে নছিমনে গরু নিয়ে হাট যাওয়ার পথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়।