কেন্দুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়ায় ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে শীতবস্ত্র হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে বলাইশিমুল ইউপির গোপালপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ও দলপা ইউপির বেখৈরহাটি বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান,বলাইশিমুল ইউপি বিএনপির সাবেক সভাপতি আলী আকবর তালুকদার মল্লিক,দলপা ইউপি বিএনপির সাবেক সভাপতি আক্তার জামিল সোহেল,বিএনপি নেতা সৈয়দ উছমান গনি দুলু,শহীদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোটারিয়ান এম. নাজমুল হাসান জানান,বিজয় দিবস উপলক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার সকল ইউনিয়নে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে বলে জানান তিনি।