স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ গণপুর্ত বিভাগের অধিনে কেন্দুয়া গণপুর্ত উপ বিভাগে বিভিন্ন অনিয়মও দুর্নীতির অভিযোগ উঠেছে।জানা যায় উপ বিভাগের অধিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মান ও পুরাতন ওয়ার্ডের সম্প্রসারণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ থেকে কমিশন নিয়ে নিম্ন মানের কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে।
উপ বিভাগের অধিনে বিভিন্ন উপজেলায় সরকারি প্রতিষ্ঠানে পাক্কলন তৈরী করে নাম মাত্র কাজ করে সরকারি বরাদ্দ লুটপাট করা হয়েছে।
উপ বিভাগীয় প্রকৌশলী এনামুল হক উপ সহকারী প্রকৌশলী দের দিয়ে ভুয়া বিল ভাউচার তৈরী করে বরাদ্দ কৃত অর্থ সুকৌশলে পকেটে তুলছে। এ ব্যাপারো উপ বিভাগীয় প্রকৌশলী এনামুল হক এর মতামত জানতে বার, বার টেলিফোনে করে পাওয়া যায়নি। ( ক্রমশ)