March 27, 2025, 1:54 pm
শিরোনামঃ
নতুন রেঞ্জ ডিআইজিকে সিও, র‍্যাব-১৪ এর ফুলেল শুভেচ্ছা  ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি দেলোয়ারকে গ্রেফতার ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ; ডাকাতির কাজে ব্যবহুত সরঞ্জাম, নগদ টাকাসহ সংঘবদ্ধ দলের ছয় সদস্যকে গ্রেফতার সাতক্ষীরায় বোরোধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ভুক্তভোগী কৃষক অন্যরা আতংকিত লক্ষ্মীপুরে বিধবার কৃষি জমির মাটি লুট, সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে র বীর শহিদদের প্রতি পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন তেরখাদা থানা পুলিশের অভিযানে কয়েকটি মামলার আসামী আটক গ্রেফতার।(১১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোতোয়ালি মডেল থানার অভিযানে হত্যা মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাতদল গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলি শের অভিযানে হত্যা মামলার আসামী সহ বিভিন্ন অপরাধে র দায়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানা নপুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ,চুরি ছিনতা ই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ এরই অংশ হিসে বে পুলিশ অভিযান পরিচালনা করে জনকে গ্রেফতার করে।

এর মাঝে গত ৪ সেপ্টেম্বর চকনজু গ্রামের মির্জা পার্কের পূর্ব পাশে মির্জা মঞ্জুরুল হকের পুকুরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায় পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার জিডি নং-৩৫৮ তারিখ -০৪/০৯/২০২৩ তদন্তকালে লাশের নাম-ঠিকানা সনাক্ত করে। এসআই নিরুপম নাগ,এসআই আনোয়ার হোসেন, এএসআই সুজন চন্দ্র সাহা এবং কন্সটেবল জোবায়েদ, কনস্টেবল মিজানুর রহমান সহ পুলিশের একটি চৌকস টীম অনুসন্ধান করে।

ঘটনায় জড়িত সন্দেহে মোঃ শরীফ মিয়াকে নরসিংদীর শিবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায় ঘটনায় নিহত তানজিল মিয়া কে গ্রেফতারকৃত মোঃ শরীফ মিয়াসহ একত্রে বিভিন্ন সম য়ে একসাথে বিভিন্ন ধরনের চুরি করত। চোরাই মালের ভা গ বাটোয়ারা দ্বন্ধে পরিকল্পিতভাবে শরীফসহ অন্যরা তান জিলকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ মির্জা মঞ্জুরুলহকে র পুকুরে ফেলে রেখে চলে যায়।এ সংক্রান্তে কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-২৫, তারিখ-০৭/০৯/২০২৩ হয়েছে। শরীফকে আদালতে প্রেরণ করলে হত্যাকান্ডের সহিত জড়িত মর্মে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেন।

অপর এক অভিযানে এসআই মনিরুজ্জামান বিজয়নগর ময়মনসিংহ টু কিশোরগঞ্জগামী মহাসড়কের পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৮ সদ স্যকে গ্রেফতার করে। তারা হলো,স্বপন মিয়া,মফিজুল ইস লাম,রুবেল,উজ্জল,ইউসুফ,আনোয়ার,তিতাস ও উজ্জল।

একটি কাভার্ড ভ্যান,একটি প্রাইভেটকার,বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।তারা আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য এবং তাহারা পরস্পর যোগসাজসে কভার্ড ভ্যান ও গাড়ী যোগে আসিয়া গরুর খামারে গরুচুরি সহ বড় বড় দোকান পাটের শার্টারের তালা কেটে মালামাল লুট করিয়া নিয়ে যায়।এছাড়া এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে গৌরিপুর শিধলী বিল এলাকা থেকে আসামী মোঃ আলম গীর হোসেন,এসআই আরিফুল ইসলাম পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছন থেকে দিপু চন্দ্র চৌহানকে গ্রেফতার করে।

এছাড়া এসআই উত্তম কুমার দাস,এএসআই হযরত আলী, ইকবাল,হুমায়ুন-২,নুরুজ্জামান,নূরে আলম,শামীমুল হাসান প্রত্যেকে পৃথক অভিযান পরোয়ানাভুক্ত আরো আটজনকে গ্রেফতার করে। তারা হলো,মোঃ নূর হোসেন ওরফে ফারু ক,শিরিন,মোঃ রফিকুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম,ফর হাদ হোসেন,মোঃ কামাল হোসেন, মোঃ নাহিদ ইসলামজীব ন ও মোঃ ফাহিম ইসলাম। তাদেরকে বৃহস্পতিবার আদাল তে পাঠিয়েছে পুলিশ এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST