June 23, 2025, 12:46 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে ডাকাতি হওয়া নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার সহ ডাকাত দল গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – গত ইং ১২/০৩/২০২৩ তারিখ রাত আনুমা নিক ১১.৩০ ঘটিকায় জনৈক মেহজাবিন আক্তার (৫০), স্বামী-মৃত এ কে এম জালাল উদ্দিন, সাং-হোল্ডিং নং-৭৭ ৯/১ বøক-বি, দক্ষিণ সালনা (উত্তর মোল্লাপাড়া),থানা-সদর,গাজীপুর মহানগর, গাজীপুর পরিবারের লোকজনসহ খাওয়া-দাওয়া শেষ করে ইং ১৩/০৩/২০২৩ তারিখ রাত আনুমানিক ১২:০২ ঘটিকায় অত্র সদর থানা ধীন দক্ষিণ সালনা মোল্লাপাড়া সাকিনস্থ বাদীনির দ্বিতল বাড়ীর ড্রইং রুমের বৈদ্যুতিক লাইট অন রেখে তার নাতনি ফারিয়া জান্নাত ইরাসহ তার শয়ন কক্ষে,তার ছেলে মাহিউস সুনান

চৌধুরী তার শয়ন কক্ষে এবং মেয়ে উম্মে ওয়ারা তার শয় ন কক্ষে ঘুমিয়ে পড়েন। ইং ১৩/০৩/২০ ২৩ তারিখ রাত আনুমানিক ০৩.০০ ঘটিকায় ৬/৭ জন অজ্ঞাতনামা ডাকাত ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে জানালার গ্রীল কেটে জানালার ভিতর দিয়ে বাদীনির এবং বাদীনির ছেলে নিহত মাহিউস সুনান চৌধুরী (১৯) এর শয়ন কক্ষে প্রবেশ করে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে বাদীনির হাত, পা এবং মুখ বেঁধে ফেলে রাখে এবং বাদীনির ছেলে নিহত মাহিউস সুনান চৌধুরী (১৯) এর হাত, পা বাধাসহ গলায় চাঁদরের টুকরা পেঁচিয়ে বেঁধে এবং বালিশ চাপা দিয়ে নিহত মাহিউস সুনান চৌধুরীকে হত্যা করে বাদীনীর কক্ষে থাকা নগদ ২৫,০০০/-টাকাসহ মোট আনুমানিক ৬,৭৫,৫০০/-টাকা মূল্যের অলংকার লুন্ঠন করে নিয়ে রাত আনুমানিক ০৪.৩০ ঘটিকায় দ্রæত ছাদে উঠে ছাদের উত্তর পাশ দিয়ে জানালার গ্রীল বেয়ে নিচে নেমে পালিয়ে যায়।

বাদীনির এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ডাক-চিৎকার শুনে প্রতিবেশী লোকজন আসলে বাদীনি তাদের ঘটনা জানান। থানায় সংবাদ দিলে সদর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে সার্বিক বিষয়ে তদন্ত শুরু করে। যার প্রেক্ষিতে নিহতের মাতা মেহজাবিন আক্তার (৫০) এর অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় ৬/৭ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি খুনসহ ডাকাতি মামলা রুজু হয়। যার মামলা নং-১৮, তারিখ-১৩/০৩/২০২৩ ধারা-৩ ৯৬ পেনাল কোড মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ জহিরুল ইসলাম,বিপিএম সহ সদর থানার একাধিক টিম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর)

জনাব রেজওয়ান আহমেদ,পিপিএমএর নেতৃত্বে ও উপ-পুলিশকমিশনার (অপরাধ উত্তর) এর নির্দেশনায় নিরল সভাবে তথ্য প্রযুক্তির বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে সন্ধিগ্ধ হিসাবে আসামী মোঃ আবু তাহের(২৯) কে ইং ২২/০৩/২০২৩ তারিখ ১৫:০৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার খিলক্ষেত ০৩ নং রোড থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় ব্যাপক জিজ্ঞাসাবাদে তার স্বীকারো ক্তি মোতাবেক তাকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে আসামী আবু তাহের এর দেখানো ও নিজ হাতে বের করে দেয়ামতে ইং ২২/০৩/২০২৩ তারিখ ১৮:১০ ঘটিকায় বর্ণিত ঘটনাস্থলের পার্শ্ববর্তী ধান ক্ষেতের ভিতর থেকে উক্ত ঘটনার জানালার গ্রীলকাটায় ব্যবহৃত একটি লোহার তৈরী কাটার উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।তাহের এর স্বীকারোক্তি মতে ঘটনায় জড়িত অপর চার জনকে ইং ২৪/০৩/২০২৩ তারিখ গাজীপুর এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এ সময় বাদিনীর লুণ্ঠিত নগদ টাকার মধ্যে হইতে আসামী মোঃ মফিজউদ্দিন @ মফু এর নিকট হতে ৫০০০/- টাকা এবং অপর আসামী মোঃ আজিজুল হাকিম এর নিকট হতে ৫০০০/- টাকা সর্বমোট ১০,০০০/- টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবু তাহেরকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী অন্যান্য ডাকাতসহ বর্ণিত মামলার বাদীনির বাড়ীতে ডাকাতি সংঘটনকালে বাদীনির ছেলে মাহিউস সুনান চৌধুরীকে হত্যা করেছে বলে দোষ স্বীকার করতঃ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে স্বেচ্ছায় বিজ্ঞ আদাল তে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ আবু তাহের একজন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির আরো দুইটি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা :-১। মোঃ আবু তাহের(২৯),পিতা-আব্দুল ছালাম, মাতা-তারাভানু,সাং-পোড়াবাড়ী (বাজারের পাশে),থানা-ত্রিশাল,জেলা-ময়মন সিংহ,বর্তমানে-সাং-খিলক্ষেত ৩নং রোড় (বাবুর বাড়ীর ভাড়াটিয়া),থানা-খিলক্ষেত,ঢাকা মহানগর,ঢাকা ২। মোঃ মফিজউদ্দিন @ মফু (৩৭),পিতা-মৃত সামরুদ্দিন,মাতা-জুলেখা খাতুন,সাং-দক্ষিণ সালনা মোল্লাপাড়া,৩। মোঃ খোকন মিয়া,পিতা-আব্দুল নুরুল ইসলাম পালোয়ান,মাতা-তাসলিমা, সাং-উত্তর সালনা পালোয়ান পাড়া,৪। মোঃ আজিজুল হাকিম(২৮),পিতা-মোঃ হাবিবুল্লাহ মাতা-আকলি মা,সাং-দক্ষিণ সালনা মিয়াপাড়া,৫। মোঃ আব্দুল মালেক (৩২),পিতা-মৃত আঃ হাকিম,মাতা-আমেনা বেগম,সাং-দক্ষিণ সালনা মোল্লাপাড়া কলেজ মাঠ,সকলের থানা-সদর, গাজীপুর মহানগর,গাজীপুর।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে অত্র মামলার ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST