প্রথম বাংলা – গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলি টন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধার অভিযানে দস্যুতার প্রস্তুতির অপরাধে ০৫ টি স্টিলের ধারাল চাকু,১ টি চাপাতি,১ টি সুইচ গিয়ার চাকু সহ ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি র প্রস্তুতি গ্রহণের অপরাধে ০১ টি সুইচ গিয়ার চাকু, ০১ টি দা, ০১ টি চাকু সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।ওয়ারেন্টসহ মোট গ্রেফতারঃ ৩১ জন মোট উদ্ধারঃ ০৬ টি স্টিলের ধারাল চাকু, ০১ টি চাপাতি,২ টি সুইচ গিয়ার চাকু,১ টি লোহার তৈরি দা।সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।