February 13, 2025, 9:34 am
শিরোনামঃ
তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার উত্তরা প্রেসক্লাবের সভাপতি রাসেল খানের সন্ধান মিলছে না শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে চন্দ্রগঞ্জ থানার শ্রমিক লীগের সভাপতি বাড়ির লুটপাট”ভবন ধ্বংস করেছে সন্ত্রাসীরা আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে চরশাহী ইউনিয়ন যুবলীগ সভাপতির বাড়িতে আগুন ভবন সহ 70-80 লক্ষ টাকার সম্পদ ধ্বংস করেছে সন্ত্রাসীরা সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স পিরোজপুরে এলজিইডি”র ৩ প্রকৌশলীসহ পাঁচজন বরখাস্ত শাহজাদপুরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চলাচলের রাস্তার কাজ শুরু করেও বন্ধ, ভোগান্তিতে পড়েছে প্রায় ৪০টি পরিবার

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ২ নং বর্নি ই উনিয়নের সিংগিপাড়া বাজার সংলগ্ন এলাকায় ব্যক্তিগ ত রেসা-রেসির কারণে রাস্তার অভাবে ভোগান্তিতে প ড়েছে প্রায় ৪০ থেকে ৫০ টি পরিবার।সরেজমিনে গে লে দেখা যায়,এই রাস্তার জন্য বাংলাদেশ স্থানীয় সর কার ২নং বর্নি ইউনিয়নের মাধ্যমে গত প্রায় ১ বছর পূর্বে রাস্তা করার জন্য বরাদ্দ দেয়।

রাস্তার কাজও শুরু হয় ২ নং বর্নি ইউনিয়নের ২নংওয়া র্ড মেম্বার শরিফুলের মাধ্যমে। রাস্তার কাজ শুরু হয়। প্রয় ২৫০ থেকে ৩০০ ফিট জায়গায় সরকার মাটি ফে লতে সক্ষম হয়। পরবর্তীতে দেখা যায় স্থানীয় রেসা-রেসির কারণে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।

এ ব্যপারে স্থানীয় ভাবে অনেক সালিশ মীমাংসা হয় স কলেই রাস্তা হওয়ার পক্ষে রায় দেয়।কিন্তু বন্ধ হওয়া কাজ আর আরম্ভ হয় নাই।সরকারের দেওয় সেই মাটি কাজে বাঁধা দানকারী ঠান্ডা সরদারের বাড়ির লোকজন একেতো উন্নয়ন কাজে বাঁধা অন্যদিকে সরকারেরদেও য়া মাটি নিয়ে বাড়ির উঠান তৈরি করা।

এ ব্যপারে ভুক্তভোগী মসুদ বলেন,আমাদের এই রস্তা টা হওয়া খুবই প্রয়োজন।এই রাস্তাটা হলে আমরা প্রায় ৬০ টি পরিবার চলাচলের রাস্তা পাবো। আমরা যেখান থেকেই বের হই যাদের জায়গা দিয়ে হাঁটি সকাল বিকা ল তাদের গালমন্দ শুনতে হয়।এই রাস্তার কাজ শুরু হ য়েছিল,কিছু কু-চক্রী দের কারণে কাজ বন্ধ হয়ে গেছে তারা কাজ করতে দেয় নাই উলটো রাস্তার যতটুকুকাজ করেছিল সেই মাটিটুকুও নিয়ে নিজেদের কাজকরেছে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননে ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করছি তিনি যেনআমা দের এই ৬০ টি পরিবারের চলাচলের সু-ব্যবস্থা করে দেন।

নাম না জানাতে ইচ্ছুক ভুক্তভোগী মহিলা বলেন,আমি আমার জায়গায় ঘরবাড়ি উঠাতে পারছি না আমি আমা র পরিবার নিয়ে অনেক বিপদে আছি।এই রাস্তার জন্য আমি জমি ছেড়ে দিয়েছি এবং অন্যের জায়গা দিয়ে রা স্তা যাবে বলে তাদের জমি এওয়াজ বদল করে দিতে চেয়েছি।

আমার বাড়ির পাশের আবুল ও কান্সু এই রাস্তাটা হতে দিল না। স্থানীয় মেম্বার শরিফুল,সাবেক মেম্বার হাবি খাঁ,বাঁকা খাঁ,বার বার রাস্তা হওয়া পক্ষে সালিশি করেও আমরা প্রতিকার পাই নাই। আমরা এর প্রতিকার চাই। এই রাস্তাটা আমাদের খুবই প্রয়োজন এ ব্যপারে সংস্লি স্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
৬০ টি পরিবারের রাস্তার কাজ শুরু করেও বন্ধ হয়ে গেছে। কি কারণে এই উন্নয়নে বাধা কাদের কারণে এই রাস্তার কাজ বন্ধ হয়ে জন ভোগান্তির সৃষ্টি হয়েছে, এ ব্যপারে সংস্লিস্টদের দৃষ্টি আকর্ষণ সহ ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী আহবান করেন।



Our Like Page
Developed by: BD IT HOST