মোহাম্মদ রবিউল হোসেন রবি
মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল মাইজভাণ্ডারী (ম.) কর্তৃক প্রতিষ্ঠিত দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) এর উদ্যোগে গবেষণা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৪ মে বুধবার চট্টগ্রাম খুলশীস্থ ডিআইআরআই কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. ওবায়দুল করিম ও সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ আল কামাল।
আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থি তির মাধ্যমে এবং ২২ ও ২৩ সেপ্টেম্বর অনলাইনে ‘‘সুফিবাদের সমাজ বিজ্ঞান,পূর্ণ-মানবতা এবং সামাজিক সম্প্রীতির ঐশ্বরিক অন্বেষণ (আইসিএস এসপিএইচ ডিও এসএইচ ২০২৩)’’ শিরোনামে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্স উপলক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের শিক্ষক ড. শামসুদ্দীন শিশির, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার ফকিহ্ মওলানা এবিএম আমিনুর রশিদ,
নানুপুর লায়লা কবির কলেজের প্রভাষক মেজবাউল আলম শৈবাল,বান্দরবান সরকারি কলেজের প্রভাষক আলী আজগর চৌধুরী,ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিশাত সুলতানা জেরিন,ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি চট্টগ্রামের প্রভাষক রাফী তাহসিমা রহিম,চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের শিক্ষক মওলানা মুনিরুল হাসান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় গবেষণায় আগ্রহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।