এস এম পারভেজঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপ জেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে মালের হাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ বিট পুলিশিং সভায় ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের সভাপতিত্ব ও এস আই নজমুল হাসান এর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী ইউ সুফ জুবায়ের শিমুল চোকদার, আক্তার হাওলাদার, নজরুল ইসলাম ফকির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, এস আই আবুল কালাম আজাদ, ইউপি মেম্বার প্রার্থী,সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরা ফ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আগামী ২৮ নভেম্বর চরভৈরবী ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল প্রার্থীকে সহনশীল আচরন করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ সর্বাত্মক কাজ করবে।