এস এম পারভেজঃচাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর শনিবার বিকালে চরভৈরবী ইউনিয়ন কৃষকলীগের দলীয় কার্যালয় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফিরোজ মিয়া চৌকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসিম চৌকদারের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষকলীগের আহবায়ক সলেমান ঢালী বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা হাইমচর কৃষকলীগ এক ও অভিন্ন হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সকল জাতীয় ও দলীয় কর্মসূচিতে অংশ করবো।
এবং তিনি আরো বলেন হাইমচর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে সরকারের উন্নয়নে যারা বাদগ্রস্ত করবে হাইমচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী নেতৃত্বে তাদেরকে প্রতিহত করবো।
আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল,সাবেক হাইমচর উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার বারেক বকাউল।
নীলকমল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, চরভৈরবী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন,উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নজু ফকির এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।