চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে কুপিয়ে জখম,দ্রুত অপরাধীদেরকে গ্রেফতারের দাবি
Reporter Name
Update Time :
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
/
133 Time View
/
Share
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে ঢুকে মুয়াজ্জিন নুরুল ইসলা ম লেদুকে কুপিয়েছে এক যুবক। গুরুতর আহত মুয়াজ্জিন এখনো চিকিৎসার মত অবস্থায় আছে।গত রোববারভোরে ফজরের আজান দেওয়ার সময় এই হামলা হয় হামলাকারী র নাম মোস্তাফিজুর রহমান মিঠু।
এলাকাবাসী জানায়, মিঠু কয়েকদিন তাকে ও মুয়াজ্জিনকে গালাগাল ও হুমকি প্রদর্শন করে আসছে।সপ্তাহ খানেকআ গে স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমানের ছোট ছেলের মৃত্যু ও জানাজার খবর মসজিদের মাইকে প্রচার করার প র ক্ষিপ্ত হয় মিঠু,কেন শিশুর মৃত্যুর খবর মাইকে বলা হলো ,এর জবাব চায়।
মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন জানান,গত শনিবার রাতে বাবাকে গালাগাল ও হুমকি দেয় মিঠু,স্থানীয় দোকা নের সামনে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ভোরে বাবা আ জান দেওয়ার মুহূর্তে এই হামলা চালানো হয়।মুয়াজ্জিনের ছেলে মুনাব্বর হোসেন,ইকরাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।