সুলতানা রাজিয়া সান্ধ্য কবি – চাকুরী জাতীয় করণ ও বেতনভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকা ল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহা সচিব এন এ নাছির, জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান মধু, সাধারণ সম্পাদক বজলুর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৯৬ সালে জাতির জন ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জারীকৃত আ দেশমূলে জাতীয়করণের পরিপত্রটি অধ্যাবধি বাস্তবায়িত হয় নাই। এই পরিপত্রের বাস্তবায়ন চাই আমরা। এছাড়াও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সামান্য ৭ হাজার টাকা বেতনে সংসার পরিচালনা করা ও সন্তানদের লেখাপড়া করাতে হিমসিম খাচ্ছি। আমাদের অসহায় অবস্থা বিবে চনা করে চাকুরী জাতীয়করণ ও বেতনভাতা বৃদ্ধি করা হোক।