January 20, 2025, 11:32 am
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছিনতাইকালে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র‍্যাব ১৪

Reporter Name

প্রথম বাংলা-র‌্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ,মাদক, অস্ত্র ,অপহরণ,চোরাচালান,হত্যা,নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, সিপিএসসি কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত অনুমান ০১.৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সম্ভুগঞ্জ চামড়া বাজারের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাই করাকালে ছিনতাইকারী মোঃ জাহাঙ্গীর আলম (২২), পিতা-আইন উদ্দিন, সাং-বাতিকুড়া, থানা-ফুলপুরে, এ/পি- সম্ভুগঞ্জ চামড়া বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে হাতেনাতে আটক করে। এ সময় ধৃত আসামীর হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি স্টিলের সুইজ গিয়ার চাকু ও ০২টি স্টিলের চাকু উদ্ধার করে জব্দ করা হয়।

উক্ত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST