নুর মোহাম্মদ সিকদার:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘনিয়ে আসছে উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা জনপ্রিয়তার শীর্ষে সভাপতি পদে জহির আহাম্মদ (সও:)।চলতি মাসের গত ২৬ অক্টোবর কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। তফসিল ঘোষনার পর পরই প্রার্থীরা নড়ে ছড়ে বসেছে নির্বাচনের প্রস্তুতি নিয়ে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার প্রচারণা বৃদ্ধি পাচ্ছে। কুতুপালং বাজার এলাকায় বইছে নির্বাচনী আনন্দে যেন ঈদের আমেজ।
কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ঘোষিত সভাপতি পদপ্রার্থী জহির আহাম্মদ (সও:) এমনটাই তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন। আগামী নির্বাচনে ভোটাররা তাকে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তিনি ততই ভোটারদের কাছ থেকে সন্তোষ জনক সাড়া পাচ্ছেন বলে জানান।
উল্লেখ্য: কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জহির আহাম্মদ (সও:) একজন শিক্ষিত সাহসী ও কর্মঠ ব্যবসায়ী নেতা হিসাবে সাবেক দুই দুই বার সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব (সাধারণ সম্পাদক) হিসাবে সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন। সেই পরিপ্রেক্ষিতে বাজার ব্যবসায়ী সমিতির আরেক গুরুত্ব পূর্ণ দায়িত্ব সভাপতি পদেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী বলে সুত্রে জানাযায়।