March 27, 2025, 2:44 pm
শিরোনামঃ
নতুন রেঞ্জ ডিআইজিকে সিও, র‍্যাব-১৪ এর ফুলেল শুভেচ্ছা  ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি দেলোয়ারকে গ্রেফতার ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ; ডাকাতির কাজে ব্যবহুত সরঞ্জাম, নগদ টাকাসহ সংঘবদ্ধ দলের ছয় সদস্যকে গ্রেফতার সাতক্ষীরায় বোরোধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ভুক্তভোগী কৃষক অন্যরা আতংকিত লক্ষ্মীপুরে বিধবার কৃষি জমির মাটি লুট, সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে র বীর শহিদদের প্রতি পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন তেরখাদা থানা পুলিশের অভিযানে কয়েকটি মামলার আসামী আটক গ্রেফতার।(১১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জীবন দেব তবু বাংলাদেশকে ইরাক,আফগানিস্তান,মতো হতে দেব না বললেন সভাপতি গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদ

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে হেযবুত তওহীদ আন্দোল নের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের মাসিক মিটিং-এ জেলা সভাপতি তার বক্তব্যে বলেন,হেযবুত তওহীদ গত ২৮বছর যাবৎ জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ,সাম্প্রদায়িকতা ও ধর্মব্যবসার বি রুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছে।সেই সা থে পরাশক্তি ধর দেশগুলোর আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে এদেশের মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে।

পরাশক্তি ধর দেশগুলো তাদের স্বার্থে যা খুশি তাই করতে পারে,তাদের কাছে তাদের স্বার্থ আগে তিনি আরো বলেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন ইরাক,সিরিয়া,আফগানিস্তান লিবিয়ার মতো একটার পর একটা মুসলিম দেশকে কি ভা বে বিভিন্ন অজুহাতে ধ্বংস করে দিয়েছে।সেখানে মানবতা র কোন ছিঁটে ফোটাও ছিল না। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়েও পরাশক্তি ধর দেশগুলোর অতি উৎ সাহী হয়ে ওঠা সাধারণ জনগণকে বুঝতে হবে।

পশ্চিমা দেশগুলোর গত ২০/৩০ বছরের ইতিহাস পর্যবেক্ষ ণ করতে হবে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে কি ভাবে ঘি ঢেলে নিজেদের স্বার্থ হাসিল করতে হয় এ ব্যাপারে পশ্চি মারা পৃথিবীর সবচাইতে অভিজ্ঞ। মনে আছে সেই কথা,ঝ ড়ের দিনে আম কুড়াতে সুখ বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার ফলে কোটি কোটি সাধারণ জনগনই ভু ক্তভোগী হবে বেশি। বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণকে এখনই সচেতন হতে হবে। দলমত নির্বিশেষে সকলকে এদেশের ভূখণ্ডকে নিরাপদ রাখতে ব্যক্তি স্বার্থ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে যা প্রায় অসম্ভব।

কিন্তু বহু রাজনৈতিক ও ধর্মীয় দলে বিভক্ত এই জাতিকে কি দিয়ে ঐক্যবদ্ধ করা যায় তার যুগোপযোগী সমাধান এ কমাত্র হেযবুত তওহীদ আন্দোলনের কাছে রয়েছে। তিনি জেলার কর্মীদের উদ্দেশ্যে বলেন,আমাদের সুইস ব্যাংকে টাকা নেই,বিদেশে বাড়ি নেই,পলানোর জন্য লাল পাসপো র্ট নেই তাই যে দেশের মাটিতে আমাদের পূর্বপুরুষদের অস্থিমজ্জা মিশে আছে,যে দেশে আমার পরিবার পরিজন বসবাস করছে সেই দেশকে নিরাপদ রাখতে আমাদের মত খেটে খাওয়া সাধারণ মানুষদেরকে এগিয়ে আসতে হবে।

প্রয়োজনে জীবন দিব তবু এ দেশকে ইরাক,সিরিয়া,আফ গানিস্তান,লিবিয়ার মত ধ্বংস হতে দিবনা। উক্ত মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সদর থানা সভাপতি রানা মিয়া,টুঙ্গিপাড়া থানা সভা পতি,মামুন মোল্লা,মোল্লাহাট থানা সভাপতি মাহফুজুর রহমা ন চৌধুরী,জেলা নারী সম্পাদক আখি খানম ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST