খালেদা পারভীন ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামে কচাকাটা থানায় বিশেষ অভিযান চালায় ১ মার্চ বুধবার।অভিযাননে কচাকাটা থানা পুলিশ মাঝিআলীর চর হতে জুয়ারু ল্যাংড়া সুলতানকে (২ ২) ঘোড়া,ঘোড়াগাড়ী, মাইক ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেফতার করে।সুলতানের নেই একটি পা,তার একটি ঘোড়াসহ গাড়ি আছে।সে নদীতে ভেসে উঠা চর গুলোতে দুর্গম প্রত্যন্ত চরে জুয়ার আয়োজন করে প্রায় সময়।কচাকাটার থানার অফিসার ইনচার্জ ঘটনা সত্যতা দিয়ে বলেন আমরা মাদক,জুয়া,ও বাল্য বিবাহ বিশেষ নজর দিচ্ছি। এই অভিযান অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন,এই জেলায় আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি।জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা কামনা করছি।