নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকুর বিরুদ্ধে নৌকার মনোনয়ন দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে।
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং চরশাহী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকার মনোনয়ন দেয়ার কথা বলে গোলজার মোহাম্মদের কাছ থেকে ২৫ লাখ টাকা নেন তিনি। কিন্তু গোলজার মোহাম্মদকে মনোনয়ন না দিয়ে নৌকার প্রার্থী হিসাবে জাহাঙ্গীর আলম রাজুকে মনোনয়ন পাইয়ে দেন।পরবর্তীতে গোলজার মোহাম্মদ গোলাম ফারুক পিংকুর কাছে টাকা চাইলে তিনি ২২ লাখ টাকা ফেরত দেন।
অবশিষ্ট টাকা চাইলে তিনি তালবাহানা করেন।
অক্টোবর মাসে গোলজার মোহাম্মদের স্ত্রীর অসুস্থতা জনিত কারনে অপারেশনের টাকা চাইলেও তিনি টাকা দেননি।গোলজার মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার কষ্টের টাকা,আমি হাশরের ময়দানে তাকে ছাড়বো না।
এদিকে গোলাম ফারুক পিংকুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা আমার কাছে আসতে পারে না? আপনাদের কে বলে কেন?