December 2, 2023, 4:27 pm
শিরোনামঃ
দেশের সব থানার ওসি বদলির নির্দেশ ইসির জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট নয়নসহ ১৩ জন কেন্দুয়া-আটপাড়ায় দলীয় ৭ স্বতন্ত্র ৩ জন মনোনয়ন দাখিল করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ায় পরিকল্পিত ভাবে ব্যবসায়ীকে হত্যা রংপুর ৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি কুড়িগ্রামের কৃষকদের মাঝে প্রণোদনার সরকারি ধান বীজ বিতরণে অনিয়ম পি‌রোজপুর-৩ আস‌নে মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ,জাতীয় পার্টিসহ ১৩ প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-৬,আসনে মনোনয়নপত্র জমা ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ নামের একজন গ্রেফতার মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়া বিআরটিসি ডিপো ও প্রশিক্ষন ইনস্টিউট বিএনপির সিন্ডিকেটদের দখলে

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি দক্ষিন পাড়া এলাকার প্রভাবশালী বাগের বাড়ীর বিএনপি নেতা আকবর আলী শেখের ছেলে সালমান শেখ সামান্য ডেইলী বেতন ভুক্ত কারিগর, নিজের কোন ড্রাইভিং লাইসেন্স এখনও না থাকা সত্বেও বংশের ও বাপ-চাচাদের জোরে প্রশিক্ষক হিসাবে কাজ করছে, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে গেলে এই সালমান শেখকে প্রশিক্ষনরত অবস্থায় গাড়ি থেকে নামানো হয়।

এ ছাড়াও এই সালমানের ভয়ে কেউ মুখ খুলতে পারে না জানা যায় সালমানের চাচা আফজাল শেখ টুঙ্গিপাড়া থেকে বিএনপির এম,পি হিসাবে একবার নমিনেশন পেয়েছিলেন সালমান সহ পরিবারের সকলেই বিএনপির রাজনিতীর সাথে সরাসরি ভাবে এখনও জড়িত। এরা সরাসরি বিএন পি পরিবার তা টুঙ্গিপাড়া উপজেলার সকলেই জানে। বাপ-চাচাদের জোরে সকল অপকর্ম করে যাচ্ছে এই সালমান।

এদেরই দখলে টুঙ্গিপাড়া বিআরটিসি,গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত বিআরটিসি টুঙ্গিপাড়া বাস ডিপো ও বিআরটিসি প্রশিক্ষন ইনস্টিটিউট সরকারি ও বেসরকারী সকল সেক্টরের লোকজনকে ড্রাইভিং প্রশিক্ষন দেওয়া হয়। এই প্রশিক্ষন ইনস্টিটিউড এর মাধ্যমে টুঙ্গি পাড়া উপজেলা সহ সমগ্র গোপালগঞ্জের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাবস্থ হয়েছে সরকারের ঘুচিয়েছে বেকারত্ব

জানা যায় টুঙ্গিপাড়া বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষন ইনস্টিটিউট এ এলাকার কিছু প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে সরকারের কোন নিয়ম না মেনে সিকিউরিটি গার্ড এর কর্মচারীরা প্রশিক্ষকে র কাজ করে চলেছে দির্ঘ্য দিন যাবত। উপরোক্ত কর্মকর্তা দের আতাত করে এই সকল কর্মকান্ড করছে সাধারন কর্মচারীরা। যে যার ইচ্ছামত কাজ করে বেড়াচ্ছে দেখার কেউ নেই সারা দেশ থেকে আগত সরকারি ও সাধারন প্রশিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানকার কিছু অসাধু কর্মচারীদের কারনে।

এই বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষন কেন্দ্র স্থাপিত হও য়ার শুরু থেকেই একের পর এক সরকারের নিয়ম বহিভূ ত কর্মকান্ড চলেই আসছে। কয়েকটি প্রকল্পের মাধ্যমে এখানে প্রশিক্ষন ও সনদ প্রদান করা হয়,তার মধ্যে আনসা র কর্মীদের-১মাস প্রশিক্ষন,সেফ প্রকল্প-৪ মাস প্রশিক্ষন, সাধারন পাবলিকদের প্রশিক্ষনে যারা অংশগ্রহন করেন তা দেরকে ১ মাসের প্রশিক্ষনের মাধ্যমে ড্রাইভিং সনদ প্রদান করা হয়।বিভিন্ন সময়ে দেখা গেছে এখানকার কর্মচারীরা নানা কৌশলে ড্রাইভিং প্রশিক্ষন সনদ দেবার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ টাকা। এসব কর্মচারীদের কারনে চরম ভোগান্তিতে ভুগছে সাধারন প্রশিক্ষার্থীরা।

সরেজমিনে গেলে জানা যায়,তাসরিফ খান নামক এক নিরাপত্তা প্রহরী টুঙ্গিপাড়া এলাকার কিছু প্রভাবশালীদের হাত করে নানারকম দূর্নীতি ও অপকর্ম করে বেড়াচ্ছে। সে তার ক্ষমতার জোরে বাংলাদেশের বিভিন্ন রুটে ১১টি বিআরটিসি গাড়ী পরিচালনা করছে যা সরকারী আইন বহি রভূত। সে কখনো কারো চাকরী দেবার কথা বলে, কারো গাড়ীর লাইসেন্স করে দেবার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।এ ব্যপারে বহুবার বিআরটিসিতে শালিসির মাধ্যমে টাকা ফেরত দিতে হয়েছে তাকে।

এ ব্যপারে সরাসরি টুঙ্গিপাড়া বিআরটিসি ভারপ্রাপ্তকর্মকর্তা (ম্যানেজার) মোঃ আজিজুল হক এর কাছে জানতে চাই লে তিনি বলেন, আমি এখানে আসার পর সবকিছু বুঝতে পেরে ডেইলি বেসিস সালমানকে বের করে দেই, পরবর্তী তে বিভিন্ন নেতা কর্মী ও এলাকার চাপে পড়ে তাকে আবার নিতে হয়। এই সকল বিষয় নিয়ে আমার পরিবার ও হুমকী র সম্মুক্ষীন হয়। আমি এখানে যোগদান করার পর থেকে পরিস্থিতি অনেকটা সামলে রেখেছি।
বিআরটিসি সরকারের একটি উল্লেখ্যযোগ্য প্রতিষ্ঠান এলাকাবাসী বিআরটিসির সকল কর্মকান্ড দেখে হতবাক। অতি দ্রুত গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষন ইনস্টিউট এর ব্যপারে সরকারের নজর দারি একান্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page