প্রথম বাংলা – ময়মনসিংহে মুক্তাগাছা থানার পানহাটি গ্রামের যুবলীগ কর্মী আসাদ হত্যা মামলার ৮ ও ৯ নং আসামী মো: মমিনুল হক এবং সাখাওয়াত হোসেন লিমন উভয় পিতা ভূট্রো মিয়া কে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন চান্দালিপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।
আসাদ হত্যা মামলাটি মুক্তাগাছা থানা থেকে জেলা গোয়ে ন্দা বিভাগের কাছে দায়িত্বদেন জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া । জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ৪ সেপ্টেম্বর ২ জন আসামীকে গ্রেফতার করে। হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি’র ওসি ফারুক হোসেন গণমা ধ্যম কে জানান। গত ২৮ আগষ্ট রাত সাড়ে ৮ টায় আসাদ কে কুপিয়ে রক্তাক্ত করে,পরে তাকে ময়মনসিংহ মেডিকে ল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্হা য় ২৯ আগষ্ট রাত সাড়ে ১২ টায় মারা যায়,গত ৩১ আগষ্ট আসাদের ছেলে বাদী হয়ে ৩০ জনের নামে হত্যা মামলা দায়ের করে।