কবিতা: অদৃশ্য
লেখক: কাউসার হাবীব
- যদিও দেখা যায় না;
তবু মানুষ পেছন ফিরে তাকায়।
কী দেখে; কী দেখা যায়—
সে ভেদাভেদ যতই মিলাক?
অবশ্য এ তাকানো জাগতিক চোখে নয়-
এ তাকানো স্মৃতির ভেতরে ভেতরে‚
সুদূর অন্তরের অন্তরে—
যেন কীসব মন্তরে মন্তরে কয়।
- যদিও ফেলে আসা মানুষের সময়
কেউই বোঝে না‚ হিসাবের নামান্তরে
কেন হারায়?