March 18, 2025, 8:40 pm
শিরোনামঃ
ফিরে দেখো ২০০১- ২০০৬ সালে বিএনপি জামাতের শাসনামল ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ শ্রীকৃষ্ণের শিক্ষা আমার পথ দেখিয়েছে: তুলসী গ্যাবার্ড ৩৮ লক্ষাধিক ৭৭,১০০ ভারতীয় রুপির জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা, ছাত্রদলের প্রতিবাদ বিমানবন্দরে গ্রেফতার লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া প্রধান ফখরুদ্দিন ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে ঘুষ, দূর্নীতি ও অনিয়মের  অভিযোগ হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে সিটিটিসি বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তানোরে জমি হাতিয়ে নিতে ওয়ারিশন সনদ বাতিলের অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলায় হিন্দু জমিদারের ওয়ারিশদের পৈতৃক সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করতে ওয়ারিশন সনদ বাতিলের অভিযোগ উঠেছে।গত বছরের ২৮ ডিসেম্বর তানোর পৌরসভার মেয়র ইমরুল হক-সহ ১৪ সদস্যের এক টি সভার সিদ্ধান্তক্রমে পূর্বেরসহ বর্তমানের সকল ওয়ারিশন সার্টিফিকেট বাতিল করা হয়।মেয়র নিজে ওয়ারিশন সনদ প্রদান করে তা আবারও বাতিল করা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, তানোরের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী প্রস্তাব রাখেন তাঁর ওয়ার্ডের বাসি ন্দা মৃত আব্দুল করিমের ছেলে শিশ মোহাম্মদ গতবছর ৩০ নভেম্বর-২২ মেয়র বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ওয়ারিশন সনদ যাহার ক্রমিক নং ১৬৫১,১৬৫২, ১৬৫৩,১৪০৩,১৪০৪,১৪০৫,১৪০৬,১৪০৭ বাতিল করা হোক।

শিশ মোহাম্মদের আবেদনের পরিপ্রেক্ষিতে সনদে সুপারিশকারী সংরক্ষিত ১ নং মহিলা কাউন্সিলর গোলেহার নাজনীন বলেন,আমাকে ভুল বুঝিয়ে ওয়ারিশন সনদে সুপারিশ করা হয়েছে,তা বাতিল করা হোক। সেই সুপারিশে গত ২৮ ডিসেম্বর-২২, উপরোক্ত সকল ওয়ারিশন সনদ বাতিল করা হয়।

যা পক্ষপাতমূলক ও অযৌক্তিক এবং জমি দখলের পক্ষে একটি ভিত্তিহীন মিথ্যা বানোয়াট সিদ্ধান্ত।
ভুক্তভোগী ওয়ারিশ তপন মজুমদার বলেন,তানোর উপজেলায় আমাদের কিছু পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শিশ মোহাম্মদের সঙ্গে একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ নানা ষড়যন্ত্র করে আসছেন। এরই ধারাবাহিকতায় আমাদের পূর্বপুরুষের ওয়ারিশন সনদ বাতিল করতে ঘুষ বানিজ্যের মাধ্যমে পক্ষপাত মূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

বিভিন্ন সময় বিভিন্নজনের নিকট থেকে নেওয়া ওয়ারিশন সনদ গুলো মেয়র কি ক্ষমতায় বাতিল করলেন তা এখনো আমার বোধগম্য নয়। তিনি কোন যাচাই বাছাই না করে একটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র সম্পত্তি হাতিয়ে নিতেই চক্রটি আমাদের পূর্বপুরুষ দূর্গাচরণ মৈত্রের ছেলে বিশ্বলোচন মৈত্র ও কন্যা হেমনলনী দেবীকে অস্বী কার করছেন।২০১১ সালের ১৩ সেপ্টেম্বর সালসহ বিভিন্ন সময় বিভিন্ন মেয়র আমাকে ওয়ারিশন সনদ প্রদান করেছেন, কিন্তু গত ২৮ ডিসেম্বর মেয়র ইমরুল হক একটি সভার মাধ্যমে সকল সনদ বাতিল করিয়া তা বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। এই ঘটনায় আমরা চরমভাবে হতাশাগ্রস্ত।

শিশ মোহাম্মদ ওয়ারিশন সনদ বাতিল আবেদনে বলেন,মুক্তাকেশি দেবীর স্বামী মৃত দূর্গাচরন মৈত্র, এবং শ্রী হেমনলনী দেবী,পিতা দূর্গাচরন মৈত্র তানো র উপজেলার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন না। সরকারি রেকর্ড পত্রে তাদের কোন নাম নাই। তবুও তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নজন ওয়ারিশন সনদ দিয়ে আমার পিতার রেজিষ্ট্রিকৃত বিনিময় দলিল তপন চন্দ্র মজুমদার নাম জারি করিয়া লইয়াছে। আবেদনে আরো বলা হয়েছে, ওয়ারিশন কাগজের বলে বিভিন্ন ব্যক্তির সম্পত্তি অর্পিত সম্পত্তি যাহা প্রত্যাবর্তন আইনের আওতায় অবমুক্ত করিয়া এবং মামলা দাখিল করিয়া আত্মসাৎ করিতেছে।

এদিকে তপন চন্দ্র মজুমদার বলেন, মুলত আমাদের পৈতৃক সম্পত্তি ভোগদখল করিতে চক্রটি নানাভাবে হয়রানি করছেন।ওয়ারিশন সনদ বাতিলের বিষয়ে জানতে তানোর পৌরসভার মেয়র ইমরুল হককে ফোন দেওয়া হলে।এ বিষয়ে আপনাকে নিউজ কে করতে বলেছে। ভুল বশত তাদেরকে ওয়ারিশন সনদ দেওয়া হয়েছিলো। তা নিয়ম মেনে বাতিল করা হয়েছে এটা আমি করতেই পারি।

বক্তব্য নিতে ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সি লর গোলেহার নাজনীনকে ফোন করা হলে তিনি বলেন,আমি ভুলক্রমে তাদের ওয়ারিশন সনদ দেও য়া’র সুপারিশ করেছিলাম। পরে খোঁজ নিয়ে জানতে পারি তারা আসলেই তানোরের বাসিন্দা না। সেই সনদ বাতিলে আবারও সুপারিশ করি আমি এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐ হিন্দুরা আগে তানো রে ছিলো,এরপর তারা শিশ মোহাম্মদ এর সঙ্গে জমি বিনিময় করে ভারত চলে যায়। কিভাবে এবং কার সাথে জমি বিনিময় করা হয়েছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরে বেশ কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST