স্টাফ রিপোর্টার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় মহিলার উপর হামলা শারীরিক টকছার করে বলে অভিযোগ করেন নিরীহ রোকেয়া বেগম তিনি বলেন হাঁস মুরগী আমার ফসল নষ্ট করে আমি ঢাকদোহাই দেওয়াতে তাহারা আমার উপর হামলা করে। আমাকে তারা তিন জনে বেদম মাইর পিট করে আমার শরীরে বিভিন্ন যায়গা লিলা ফুলা জকম করে, লোকজন এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন সেখান থেকে এসে আমি বাদি হয়ে থানায় মামলা করি। এলাকার গণ্য মান্য ও স্থানিয় মেম্বার কে বিষয়রি অবহিত করি।
এ দিকে এলাকাবাসী জানান এ মহিলা ও তার স্বামী খুব খারাপ প্রক্রিতির লোক। মারামারি ও ঝগড়া করাটাই এদের সবাব এরা আইনের ধার ধারেনা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত, এরা ইয়াবা ও গাঁজার ব্যবসা করে। কেউ এ ব্যপারে কথা বল্লে,মামলা বা মারবে বলে হুমকি দেয় তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে কথা বলেনা।
সামাজিক ভাবে একবার তাদের কে সতর্ক করায় সামাজি দের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করে তাদের কে হয় রানি করে তাই এখন কেউ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলে না। তাহারা হলেন,১/সেলিম পিতা অজ্ঞাত ২/খুকি বেগম স্বমী সেলিম,৩/ ইয়াছিন সর্ব সাং কান্দির পাড় উত্তর খাগু ড়িয়া ৭ নং ওয়ার্ড ১৩ নং দিঘলী ইউনিয়ন। বিবাদী গন ঘট নাটি অস্বীকার করেন এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
মামলার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তৌহিদুর ইসলাম বলেন,রোকেয়া বেগম বাদি হয়ে মামলা দিয়েছে,আমরা তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নি বো তদন্ত অফিসার এস আই মহিন উদ্দিন,তদন্ত অফিসারে র সাথে কথা বল্লে তিনি বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি স্থা নীয় লোকজন ও স্থানীয় ইউপি সদস্য সহ সকলের সাথে কথা বলেছি ঘটনার সত্যতা ও পেয়েছি, এখন আইনগত ব্যবস্থা নিবো।