দ্রুত অপরাধীর দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক
সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা: সিনিয়ার রিপোর্টার।
গত ২২-০৩-২০২৩ইং তারিখ আমি আমার পেশাগত দায়িত্বকালীনে উপজেলা উলিপুর ইউএনও মহোদয়ের কাছে যাই।ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে উপজেলা অডিটরিয়া মে আশ্রয়ণ – ৪প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হইয়া সংবাদ প্রকাশ করতে তথ্য ও ছবি তুলি। পরে আমি ফেরার পথে ৭নং ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদ যাই। চেয়ারম্যান মোঃ এরশাদুল হকের কাছে গিয়ে মোবাইল ফোন বের করে তার সাক্ষাত নিতে গেলে তারই পোষা গুন্ডাবাহিনী দিয়ে আমার টার্চ মোবাইল টি কেড়ে নিয়ে আমাকে লাঞ্চিত করে এবং মোবাইল থেকে আশ্রয়ণ প্রকল্পের ছবি সহ প্রয়োজনীয় সকল ছবি ডিলেট করে দেয়।
তাদের নাম ১। মোঃ ইমরান (২৭) পিং মুক্তা মিয়া,ওয়ার্ড নং-৪,২। মোঃ মাহবুব (২৫)পিং দুলু মিয়া ওয়ার্ড নং -৬,
৩। মোঃ আলম মিয়া (৩২)পিং মান্নান মিয়া,ওর্য়াড নং-৪, সহ আরো অনেকে সকলের বাড়ি ধরনীবাড়ি ইউনিয়ন।
মাননীয় প্রধান মন্ত্রীর এত সুন্দর একটি প্রগ্রামের নিউজ প্রকাশ থেকে আমি বঞ্চিত হলাম।
এ বিষয়ে আমি জেলা প্রশাসক কুড়িগ্রাম,এবং ইউএনও উপজেলা উলিপুর,কে ম্যাসেজ করে জানাই এবং জেলা প্রশাসক,পুলিশ সুপার কুড়িগ্রাম,ইউএনও উপজেলা উলিপুর,অফিসার ইনচার্জ থানা উলিপুর বরাবর,লিখিত অভিযোগ করি।দ্রুত অপরাধীর দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক